যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন।
আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান
যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন।
হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল
তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল।
হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল
তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল।
রবের কাছে ------
রবের কাছে ও পাবে তারা সেরা প্রতিদান।
যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন
হাফেজে কোরআন
হাফেজে কোরআন।।
কতশত দিন কেটে যায় রাত্রি অগণিত
বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মত।
কতশত দিন কেটে যায় রাত্রি অগণিত
বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভুলার মত।
যার বিনিময় ------
যার বিনিময়ে কন্ঠে ফোটে পাক হরফের গান।
যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন
হাফেজে কোরআন
হাফেজে কোরআন।।
হাফেজ হতে গুরুজনের ত্যাগের নাজরানা
চিরজীবন রাখব স্মরণ কবু ভুলবো না।
হাফেজ হতে গুরুজনের ত্যাগের নাজরানা
চিরজীবন রাখব স্মরণ কবু ভুলবো না।
জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে
বেহেশতের সুপারিশ পাবো আপন জনের তরে,
অনন্তকাল -----
অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান।
যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন
হাফেজে কোরআন
হাফেজে কোরআন।।
কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত
হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত,
কেয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত
হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত।
তাদের মাথায় -----
তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান
যাদের বুকের মানিক হল হাফেজে কোরআন
হাফেজে কোরআন
হাফেজে কোরআন।।
হাফেজে কোরআন
হাফেজে কোরআন।।