ওয়াদা দিয়ে কাজ করে না

ওয়াদা দিয়ে কাজ করেনা 

কথা রাখার ধার ধারে না 

মিথ্যা যার কাছে যেন অতি স্বাভাবিক

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক


কেউ কখনো যতন করে রাখলে আমানত 

খুব সাধারন তারই কাছে করে খেয়ানত

মিথ্যা ঘিরে থাকে যাহার কথার চতুর্দিক ।

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কথার খেলাপ হয় যে তাহার কেবল বারে বারে 

মিথ্যা এবং বরখেলাপি নিত্য ব্যবহারে।

ওয়াদা করে ভঙ্গ করা স্বভাব বড়ই তার

কাজের সাথে মিল থাকেনা মুখের ব্যবহার 

কথা রাখার ব্যাপারে যে নয়কো আন্তরিক । 

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।

সেইতো মুনাফিক, শোন সেইতো মুনাফিক ।


কথা: গাজী নয়ন ইসলাম 

সুর: মশিউর রহমান



আমার মন ছুটে যায়

আমার মন ছুটে যায় নবীর মদিনায়

যেথা নবীজি ঘুমায়।


হেরা গুহায় শুনতে পেলেন 

আল কোরআনের বাণী

দ্বিধা দ্বন্দ্ব দূর হলো সব 

কাটলো পেরেশানি।

বিপ্লবী পয়গামে নবীর জীবন বদলে যায়।

যেথা নবীজি ঘুমায়।


শিশু-কিশোর ছিল ব্যকুল 

নবীর দিদার পেতে

মিষ্টি করে মুচকি হেসে 

সালাম দিতেন আগে

নবীর মধুর সম্ভাষণে প্রাণ জুড়িয়ে যায়।

যেথা নবীজি ঘুমায়।


লাত মানাত এর দীপ নিভে যায় 

তৌহিদ আবায়

জাহেলিয়াত যায় হেরে যায় 

নবীর সাধনায়।

মোর নবীজী অধির হলেন 

আসমানী ফরমানে

ঘরে ঘরে সঙ্গী পেলেন 

দিনের আহবানে।

পাক কালেমার আসলো বিজয় আঁধার দুনিয়ায়।

যেথা নবীজি ঘুমায়।


গরিব দুঃখী অসহায়ের 

ছিলেন সদা পাশে

দলে দলে নবীর কাছে 

তাই তো ছুটে আসে

সাদা কালোর ঘুচল বিভেদ 

নবীর ঘোষণায়।

যেথা নবীজি ঘুমায়।


ও আমার পরাণ পাখি

 ও আমার পরান পাখি

বেশি দিন নাইরে বাকি

আজরাইল আসবে যখন

পড়বি তখন স্রেফ একাকী।


ওপারে যাবার কালে

গেয়ে যা ঈমান হালে।

দে উড়াল লা ইলাহা 

ইল্লাল্লাহ ডাকি ডাকি।


ক্ষণিকের এই হায়াতে

থেকো ঈমানের সাথে

ভালো কাজ দিনে রাতে

করে যা ওরে ও মন।

সময়ের মূল্য যদি

দিয়ে যাও নিরবধি

বইবে সুখের নদী

চির শান্তির সমীরণ।

ঝেড়ে ফেল পঙ্কিলতা

ছুঁড়ে ফেল কাজ অযথা

নরকের আগুন নেভায়

অনুতাপে সিক্ত আখি।


ও আমার পরান পাখি


পৃথিবীর সকল প্রাণী

গেলি বে মরণ পানি

কেউ থাকবে না জানি

দুই দিনের এই দুনিয়ায়

থাকো বস্তি প্রাসাদে

কিবা মঙ্গলে চাঁদে

মৃত্যুদূতের ফাঁদে

পড়বি নাইরে রেহায়।

মরতে হবে যখন

শহীদি চাই রে মরণ

হতে চাই জান্নাতি ফুল

ফেরদৌসের মুক্ত পাখি।


ও আমার পরান পাখি।।