ও আমার পরাণ পাখি

 ও আমার পরান পাখি

বেশি দিন নাইরে বাকি

আজরাইল আসবে যখন

পড়বি তখন স্রেফ একাকী।


ওপারে যাবার কালে

গেয়ে যা ঈমান হালে।

দে উড়াল লা ইলাহা 

ইল্লাল্লাহ ডাকি ডাকি।


ক্ষণিকের এই হায়াতে

থেকো ঈমানের সাথে

ভালো কাজ দিনে রাতে

করে যা ওরে ও মন।

সময়ের মূল্য যদি

দিয়ে যাও নিরবধি

বইবে সুখের নদী

চির শান্তির সমীরণ।

ঝেড়ে ফেল পঙ্কিলতা

ছুঁড়ে ফেল কাজ অযথা

নরকের আগুন নেভায়

অনুতাপে সিক্ত আখি।


ও আমার পরান পাখি


পৃথিবীর সকল প্রাণী

গেলি বে মরণ পানি

কেউ থাকবে না জানি

দুই দিনের এই দুনিয়ায়

থাকো বস্তি প্রাসাদে

কিবা মঙ্গলে চাঁদে

মৃত্যুদূতের ফাঁদে

পড়বি নাইরে রেহায়।

মরতে হবে যখন

শহীদি চাই রে মরণ

হতে চাই জান্নাতি ফুল

ফেরদৌসের মুক্ত পাখি।


ও আমার পরান পাখি।।


No comments:

Post a Comment