বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়

 

বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়
 এই বিজয় তোমার আমার 
বর্ণচোরা অন্য কারো নয়।। 

 দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে 
 বলল হেসে হেসে 
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো কিসের ভাবনা ভয়
 এ বিজয় তোমার আমার 
স্বার্থলোভী অন্য কারো নয়।। 

 বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ নদী 
 এই নদী জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি
  
শিকলভাঙ্গা শ্বেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে
 বলল উড়ে উড়ে 
দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয় 
এ বিজয় তোমার আমার 
ভিনদেশীদের অন্য কারো নয়।।


গল্প বলি শোনো প্রিয় নবিজীর

 

গল্প বলি শোন প্রিয় নবীজীর

শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর ।।


ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে

সালাম দিতেন আগে ভালবেসে

চোখ দুটি ছিল তার শান্তির নীড়

পরম ঠিকানা যেন গরীব দুঃখীর।।


যাদের ছিলনা কোন সহায় স্বজন

তাদের ছিলেন তিনি বড়ই আপন

হৃদয় ছিল তাঁর অতল গভীর

পরের ব্যথাতে তিনি সদায় অধীর।


কথা: নুসরাত নুরুন্নাহার

সুর: হাসনাত আব্দুল কাদের



আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে

 আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে, 

দুলছে খুশীর নদী প্লাবনে। 

ঘরে ঘরে জনে জনে, 

আজ মূখর হব মোরা গানে গানে। 


ঈদ মোবারক, ঈদ মোবারক  

বলো ঈদ মোবারাক আজ।


হাসি-খুশী রাশি রাশি, 

আজ দুঃখ নিয়েছে বিদায়। 

সব ব্যাথা ভুলে গিয়ে 

বুকেতে বুক মিলায়। 

জাগলো সাড়া যেনো ঘুমের পাড়া, 

জান্নাতি কলতানে।


ওগো প্রভু শোনো তুমি

আজ তুলেছি কচি হাত

ক্ষমা করো ভূল যতো 

কবুল করো মুনাজাত 

নিত্য দিনেই দিও ঈদের খুশি

ব্যাথার মরূ বিয়া বানে


কথা ও সুর তাফাজ্জল হোসাইন খান


পন করেছি সত্য ন্যায়ের গান যে গাব ভাই

 পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই 

সাইমুমের অরুণ-তরুণ শিল্পীসেনা ভাই


মোদের কণ্ঠ ঝংকৃত হোক আল জিহাদের গানে

ইনকিলাবের বন্যা আনুক প্রতি প্রাণে প্রাণে 

ঘুমিয়ে আছে যারা তাদের জাগাতে যে চাই 


খোদাদ্রোহী সংস্কৃতির লৌহ বুনিয়াদ

আল কুরআনের গজল গেয়ে করবো যে বরবাদ

বাতিল তমুদ্দুনের সাথে কোনই আপোষ নাই 


শিল্পী গায়ক নয়তো মোদের আসল পরিচয়

আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়

শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যাই 


কথা ও সুর: মতিউর রহমান মল্লিক



কারো সাথে দেখা হলে

 কারো সাথে দেখা হলে

আগে সালাম দাও

সালাম দিয়ে হৃদয়টা তার

আপন করে নাও


হোক সে ছোট হোক সে বড়

সালাম দেয়া চাই

সালাম দিলে হয় যে পুড়ে

অহংকার-ও ছাই

সালাম মানেই বয়ে গেলো

বেহেশতী এক বাও


সালাম দিলে বাড়ে প্রীতি 

হয় যে বাঁধন গাঢ়

সালাম দিয়ে সমাজটাকে

গড়তে তুমি পারো


সালাম পাওয়ার আশায় থেকে

আর করোনা ভুল

আগে সালাম দিয়ে তুলো

বেশি নেকির ফুল

সালাম মানেই সেরা দোয়া

আর কি তুমি চাও?


কথাঃ নুরুজ্জামান শাহ

সুরঃ গোলাম মাওলা


টাপুর টুপুর বৃষ্টি পড়ে

 টাপুর টুপুর বৃষ্টি পড়ে 

কার ইশারায় বলো

কার ছোয়াতে গাছের পাতা 

দিপ্ত সবুজ হলো

সে যে আল্লাহ আল্লাহ

আল্লাহ তুমি বলো।।


কার নামেতে পাখ-পাখালি

গায় সুরেলা গান?

ফুলের বাগে মৌমাছিরা

কার করে গুনগান?

পাহাড় থেকে ঝর্ণা নামে

ছলাৎ ছলাৎ ছলো।।


কার নামেতে সুবাস ছড়ায়

হরেক রকম ফুল?

বিশ্বজাহান কার প্রেমেতে

রোজ থাকে মশগুল?

চাঁদ-সুরুজে নিত্য করে

জগত ঝলোমলো।।


কথা : সুলায়মান আল মাহমুদ

সুর : সাঈদ সুমন


মোরা হতে চাই প্রিয়তম তোমার

 মোরা হতে চাই প্রিয়তম তোমার 

মোদের কবুল করো হে পরওয়ার ॥


মোরা হতে যেন পারি সত্যবাদী

যেমন ছিলেন আবু বকর 

মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক 

যেমন ছিলেন নেতা ওমর

এই মুনাজাত তোমার কাছে শুধু

করি মোরা বারবার ॥ 


তোমার কাছে একটি শপথ করছি মোরা

আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা

জাগাবো সকল ঘুমের পাড়া 


সেই ধারাতে আসবে সুদিন

সাজবে ধরা নব সাজে 

সেই ধারাতেই কায়েম হবে ফের 

খোদার বিধান এ সমাজে

দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর 

শান্তির আসবে জোয়ার ॥


কথা ও সুর: সালমান আল আযামী


ভোরের সোনালী আলোয়

 ভোরের সোনালি আলোয় 

নরম ধানের শীষে জাগো 

মুক্ত মানিক শিশিরে সোহাগ 

জড়িয়ে তুমি থাকো ॥ 


রূপসা পদ্মা মেঘনায় 

মাছ রাঙ্গা ঝিলমিল পাখায়

রাখালি বাঁশির সুরে সুরে 

দোয়েল কোকিল হয়ে ডাকো ॥ 


আমলকি পিয়ালের বনে 

সুর তোল জীবনের গানে 

তমাল জারুল শাখে শাখে 

সবুজ দেশের ছবি আঁকো ॥


কথা : আ জ ম ছালাউদ্দিন 

সুর : সাইফুল্লাহ মানছুর



একটি দেশের গল্প বলি শোনো

 একটি দেশের গল্প বলি শোন 

যেথা সোনার ফসল ফলে 

ঝিকিমিকি তারা জলে

সে কি তোমরা জানো


ঐ দেখা যায় রূপের নদী

বইছে নিরবধি 

ছন্দে তারই কত মায়া

নেই কোনো যার গতি

মুয়াজ্জিনের আযান শুনে

যায় ভরে যায় প্রানও।


ঐ শোনা যায় পাখির কুজন

ডাকছে আপন মনে

প্রভুর নামে করছে জিকির

ঐ না হিজল বনে

মায়ের মুখে মিষ্টি হাসি

যেন ফুলের ঘ্রাণও।


কথাঃ সংগ্রহ 

সুরঃ শাহাবুদ্দিন


এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যাই

 এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই

ফুল হয়ে যাই

বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার

মূল হয়ে যাই।


ভুলে গিয়ে জীবনের পরিচয়

মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়

এসো সেই সব পথ হারা পথিকের

মুক্তির কূল হয়ে যাই।


যে সমাজে মিথ্যের জয়গান

অনায়াসে চাপা পড়ে ন্যায় সততার শত অবদান

এসো সে সমাজ গঠনের ভার নিতে

কাজে মসগুল হয়ে যাই।।


কথা: বিলাল হোসাইন নূরী

সুর: মাহফুজ বিল্লাহ শাহী


জোছনা দিলে চাঁদের মুখে

 

জোছনা দিলে চাঁদের মুখে 

ফুলে দিলে ঘ্রাণ 

সেই আলোতে মন জুড়ালো 

উঠল দুলে প্ৰাণ ॥ 


পাতায় পাতায় সবুজ দিলে 

শাপলা শালুক বিলে ঝিলে 

হাসি ভরা মুখে দিলে 

খুশির মধুর বান ॥ 


প্রভাত দিলে রাতের শেষে 

দিনের ছবি উঠল ভেসে 

শহর নগর উঠল জেগে 

ছুটলো স্রোতের টান 


উদার আকাশ নীলে মাখা 

ফুলে ফলে ভরা শাখা 

ফসল যেন সোনার ঝাঁকা 

দান যে অফুরান ॥ 


কথা : গোলাম মোহাম্মদ 

সুর : মশিউর রহমান


আল্লাহ তোমার দয়া কত অফুরান

 আল্লাহ তোমার দয়া কত অফুরান 

গানে গানে শেষ হয় না 

নিখিল ভুবন মাঝে

দেখি সকাল সাঁঝে

তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।


শোকর তোমার প্রভু নাহি শেষ হয়

কত সুন্দর করে গড়েছো আমায় 

দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান

সবই তোমার করুণা ।


অসীম তোমার দয়া তুমি প্রেমময়

অটুট দীনের পথে রাখিও সদায়

দিও গো আমায় তুমি সুখের পরশ

তুমিই তোমার তুলনা ।


কথা ও সুর: আবদুস সালাম


সূর্য ওঠার পরে যদি

 সূর্য উঠার পরে যদি 

ভাঙে তোমার ঘুম।

ছুবহে সাদিক ভোরের পাখির

পাবে না তো চুম।

মুয়াযযিনের মধুর সুরে 

না দাও যদি সারা।

দেখবে না তো নিত্য নতুন

দৃশ্য নজর কাড়া।

জাগুক পাখি ভাঙুক তোমার

শিতল হাওয়ার ঘুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


রাত্রি জেগে জেগে তুমি

ঘুম কেড়ো না চোখের

তাইলে রোগে ভুগতে হবে

আসবে রে দিন দুখের।

মনে রেখো ঘুমের জন্য 

রাত দিয়েছেন আল্লাহ।

শান্তি পাবে হালকা হবে

মনের বোঝার পাল্লা।


যাওরে শুয়ে তাড়াতাড়ি 

জাগতে ভোরে বিছান ছাড়ি।

তবেই পাবে খোদা তায়ালার

নিয়ামাতের ধুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


শেষ রাত্রে যেগে উঠো 

থেকো না আর শুয়ে ।

পাক পবিত্র হয়ে পড়ো

খোদার কাছে নুয়ে।


রাতের শেষে খোদার পানে

দাড়াও জায়নামাজে,

খালেস দিলের সকল চাওয়া

আসবে তোমার কাজে।

কমল হৃদে মধুর সুরে 

পড়ো রে পাক কুরআন ।

জান্নাতেরই সুঘ্রাণ পাবে

তৃষ্ণিত এই পরান।

গভীর রাতের ইবাদাতে

সয়ং খোদা থাকেন সাথে।

এই রহমত পাওয়া থেকে 

হইয়ো না মাহরুম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।

আসসালাতু খইরুম মিনান্নাউম।


কথা ও সুর: শুয়াইব বিন হাবিব


যদি আমার গান শুনতে মন চায়

 যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।


যেখানে মানবতা লাঞ্ছিত হয় 

সেখানে আমার এ গান

জালিমের বিরুদ্ধে লড়তে শেখো 

গানে গানে সে আহ্বান।

আমার গানের ভাষা বুঝতে যদি চাও

আজানের সুর তুমি শুনে নিও।


যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।


যে গানের সুরে সুরে জাগবে মানুষ

জাগবে ঘুমের পাড়া

কোরানের পথ পানে ছুটবে সবাই 

পড়বে নতুন সাড়া 

সে গানের সুর তুমি শুনতে যদি চাও

শহিদী মিছিলে তুমি সামিল হইও।


যদি আমার গান শুনতে মন চায়

কুরআনের সুর তুমি শুনে নিও

যদি আমার গান বুঝতে মন চায়

মাজলুমানের ব্যথা বুঝে নিও।





এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

 এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে

একবারও ভাব নি হায় চলে যেতে হবে।

কি হিসাব দেবে তুমি 

শেষ বিচারের দিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।


নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে

দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে

তোমায় মনে রাখবে সবাই 

অল্প কিছুদিন।


এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন।







খাদিজার মত যদি জীবন গড়

খাদিজার মত যদি জীবন গড়ো

মা ফাতেমার মত পাবে সন্তান

তোমার জীবন হবে আনন্দময়

আয়েশার মত হও আদর্শবান।


বেদ্বীনের রঙে রাঙিওনা জীবন 

কোরআন হাদিস কর তোমার আপন ।

তোমার নিজেকে সপ দ্বীনের তরে 

তোমার আপন হবে আল্লাহ মহান।


লালসার পানে কভু বাড়িও না হাত

রাবেয়ার মতো তুমি করো ইবাদত

গাজালির মত যেন জীবনটা হয়

দোজাহানে পাবে তুমি পাবে সম্মান।








শাহরুল্লাহিল মুহাররম

কথা: বিলাল হোসাইন নূরী 

সুর: মুজাহিদ জামান 


শাহরুল্লাহিল মুহাররম (৩)


হিজরত থেকে এসেছে হিজরি

অমলিন ইতিহাস,

আলোকিত তার প্রথম সোপান,

পুতঃপবিত্র মাস।


শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে সিয়াম-শ্রেষ্ঠ সিয়াম 

ফরজ রোজার পরে তার দাম

ফুল ও ফসলে সুশোভিত হয়

আমলের যতো চাষ ।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


নবী মুসা এক বিশাল বিজয় 

এ মাসেই খুঁজে পায়

লোহিত সাগরে ফেরাউন তার 

দলসহ ডুবে যায় । 

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)


এ মাসে আশুরা-ভিন্ন আমেজ 

হৃদয়ে জাগায় ঈমানের তেজ 

এক বছরের কাফফারা তার 

সিয়ামের উপবাস।।

পুতঃপবিত্র মাস।

শাহরুল্লাহিল মুহাররম (৩)




আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ (বাংলা)

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি রহিম তুমি রহমান
তুমি যে এ জব্বার।
আমি তোমার নাফরমান
বান্দা বড়ই গুনাহগার।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আকাশ বাতাস বৃক্ষ তৃণ লতা
যিকির করে যে তোমার।
তুমি মহান মহিয়ান
তুমি জাল জালালে ওয়াল ইকরাম।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি খাওয়াও তুমি পরাও
তোমারি তো সবি অনুদান।
তোমার নামের যিকির করে
সাত জমিন আসমান।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

তুমি বিশাল জল রাশির বুকে
ঢেউয়ে ঢেউয়ে তোল শুর।
আবার জমিনের বুক ছিড়িয়া
ফসল ফলাও ভরপুর।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

ভেবে ব‍্যকুল দেখে তোমার
কুদরতের খেলা।
শুন‍্যের মাজে কেমন তুমি
ভাসাও মেঘের ভেলা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

কি সুন্দর ফুলে ফলে
তুমি সাজালে জগতময়।
কোথাও সমতল পাহাড় ও জল
কোথাও আবার মরূময়।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আকাশ পানে চেয়ে দুনয়ন
ক্লান্ত দিশেহারা।
কেমনে সাজালে দিনের সূর্য
রাতের চাঁদ তারা।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ।

আমি এতিম হয়ে কাঁদিনা কেন



আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও । (২)


নেই বাবা মা আমার

নেই যে বাড়ি ঘর (২)

আমার মত কপাল পোড়া

নেইতো ভবে আর।

তবু মনে নিয়ে সান্তনা

কাটাই দিন রাত।

এতিম ছিলেন আমার নবী

হজরত মুহাম্মদ।


আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও।



জীবন চলার পথে

রয় যে আপন পর 

এই জীবনে রইলো না মোর 

আপন কোন ঘর। 

তবু মনে নিয়ে সান্তনা

কাটাই দিন রাত

এতিম ছিলেন আমার নবী

হজরত মুহাম্মদ।


আমি এতিম হয়ে কাঁদিনা কেন

তোমরা বলতে পারো 

এতিম ছিলেন আমার নবী

এতিম আমি ও।










হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি  হতাম নদীর কূল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া

হতাম যদি আমি কোন পাখি

উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকাডাকি

সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা

হতাম পাগল পারা

হতাম যদি নাম না জানা ফুল


হতাম যদি আমি জলের ঢেউ

ভেসে যেতাম গভীর জলে বুঝতো নাতো কেউ

রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা

হতাম আপন হারা।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

কোন কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছে ছাড়া

প্রভুর ইচ্ছা ছাড়া।

হতাম যদি নাম না জানা ফুল

কিংবা যদি হতাম নদীর কুল

হতাম যদি অচিন কোন তারা

অদেখা এক গহীন ঝর্ণাধারা।

হতাম যদি নাম না জানা ফুল।।