জোছনা দিলে চাঁদের মুখে

 

জোছনা দিলে চাঁদের মুখে 

ফুলে দিলে ঘ্রাণ 

সেই আলোতে মন জুড়ালো 

উঠল দুলে প্ৰাণ ॥ 


পাতায় পাতায় সবুজ দিলে 

শাপলা শালুক বিলে ঝিলে 

হাসি ভরা মুখে দিলে 

খুশির মধুর বান ॥ 


প্রভাত দিলে রাতের শেষে 

দিনের ছবি উঠল ভেসে 

শহর নগর উঠল জেগে 

ছুটলো স্রোতের টান 


উদার আকাশ নীলে মাখা 

ফুলে ফলে ভরা শাখা 

ফসল যেন সোনার ঝাঁকা 

দান যে অফুরান ॥ 


কথা : গোলাম মোহাম্মদ 

সুর : মশিউর রহমান


No comments:

Post a Comment