রিমঝিম ঝিম বর্ষাতে

 রিমঝিম ঝিম বর্ষাতে

উঠোন বাড়ি স্যাঁতসেঁতে পুকুর ডোবায় ব্যাঙের ডাক মদন ঘুমায় ডাকিয়ে নাক।। ইলিশ ভাজির সুগন্ধে লাল পড়ে যায় অজান্তে যদি হয় ব্যাড হেডেক বাতাবি নেবু খান দুয়েক।। সৃষ্টি ছাড়া বৃষ্টিতে যদি পড়েন সর্দিতে কিংবা জ্বর ও কাশিতে মুক্তি পাবে নিশ্চিতে সরষে তেলের সোহবতে।। ড্রেসাপ রেডি ফুলভাই সাব একগাদা ব্যস্ততা বাপরে বাপ যেইনা নামে ঝুপ ঝুপ ঝাপ ব্যস্ততা সব থাক পড়ে থাক।।

গান: রিম ঝিম ঝিম বর্ষাতে

কথা ও সুর: সাইফুল আরেফীন পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

No comments:

Post a Comment