বলতো কার ইশারায় ,গোলাপ তার গন্ধ বিলায়
বলতাে কার ইশারায়, মেঘের পাহাড় বৃষ্টি ঝরায়
এই দুনিয়ায় , এই দুনিয়ায়
বলতাে কার ইশারায়, হাসে চাঁদ আকাশে
জোনাকি দেয় যে আলাে, মায়াবী আবেশে
সে কথা ভেবে ভেবে মন আমার যায় হারিয়ে
দূর অজানায়,দূর অজানায়
বলতাে কার ইশারায় সাগর জলধি
দোলে উঠে জোয়ার ভাটায় নিরবধি
বলতাে কার ইশারায় রাসুল মরু সাহারায়
কোরানের আলাে নিয়ে আঁধারের আঙ্গিনায়
কার এমন সৃষ্টি বলাে এ জীবন ধন্য হলাে
যার উসিলায়, যার উসিলায়
কথা ও সুর: তফাজ্জেল হোসেন খান
No comments:
Post a Comment