এই বৈরী বাতাসে ওড়ে জাহাজের পাল
দাঁড় টানা হয় যদি খুব বেসামাল
তবু ভয় নেই ভয় নেই হে নাবিক
সামনে এগিয়ে চলো বিশ্বাসে—
যদি তুমুল তুফানও আসে চারিদিক ||
.
প্রতিকূল স্রোতের এই অথৈ সাগর
মাতুক যতই তার উল্লাসে,
যতই হানুক তার ঢেউয়ের আঘাত
মনোবল রেখো প্রতি নিঃশ্বাসে।
তুমি সম্মুখে ছুটে চলো নির্ভয়ে—
পথে আসবেই যতো বাঁধা সাময়িক ||
::
কুয়াশার মাঝে পরে হারাইলে দিক
কম্পাসে দেখে পথ চিনে নিও।
অসীম আঁধারে যদি নেমে আসে রাত
নিশানার তারা গুনে চলো নির্ভীক।
::
মাঝপথে আসে যদি লালসার ডাক
ফুলের সাজানো শত বন্দর,
লক্ষ্য ভুলে গিয়ে উদাস হয়ে
ফেল না জাহাজী তব নোঙ্গর।
তুমি লক্ষ পানে যেও এগিয়ে—
ছিড়ে ছলনার যতো জাল দৈনিক ||
No comments:
Post a Comment