মাঠ ভরা ওই সবুজ দেখে
নীল আকাশের স্বপ্ন এঁকে
যার কথা মনে পড়ে–
সে যে আমার পালনেওয়ালা ॥
.
ঐ যে পাখি মেললো পাখা
কোন অজানার পথে একা!
ও যেন স্বপ্ন দেখা
ও যেন কাব্য লেখা–
যার প্রেমে সুরে সুরে।
সে যে আমার পালনেওয়ালা ॥
.
ঐ যে দূরে মেঘের খেলা
জোনাক জোনাক তারার মেলা!
ও যেন স্বপ্নপুরী
কী মধুর মরি মরি–
যার ছোঁয়া লেগে ওরে।
সে যে আমার পালনেওয়ালা ॥
.
ঐ যে অলি ফুলের কানে
বললো কথা গানে গানে!
আহা রে জুড়িয়ে গেলো
বেদনা ভুলিয়ে গেলো–
যার স্বরলিপি পড়ে।
সে যে আমার পালনেওয়ালা ॥
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
No comments:
Post a Comment