চারপাশে আজ শুধু মেশকের ঘ্রাণ
মনগুলো হয়ে গেছে মোতির বাগান-২উঠোন ভরেছে শুধু রহমের ফুলে
বারাকার সুর তোলে এলো রমাদান-২
এলো রমাদান এলো রমাদান-২
এলো রমাদান এলো রমাদান-২
মালিক দিয়েছে এঁটে আগুনের দোর
এবার ফোঁটাও চোখে নাজাতের ভোর-২
শয়তান কারাগারে দু’পায়ে শেকল
এসো গাই একসাথে তাকওয়ার গান।।
এলো রমাদান এলো রমাদান-২
এলো রমাদান এলো রমাদান-২
সিয়ামের দিন আর কিয়ামের রাত
নেকিফুলে ভরে নাও এসেছে বরাত
এই মাস চলে গেলে আমল বিহীন
পাবো না নাজাত আর যতো তুলি হাত!
সেজেছে নতুন করে বাগিচার ঘর
রোজাদার পাবে শুধু রাইয়ানী বর-২
পোড়াও এমন করে গুনার পাহাড়
মালিকের হাতে যেন মেলে প্রতিদান।।
এলো রমাদান এলো রমাদান-২
এলো রমাদান এলো রমাদান-২
গানঃ মেশকের ঘ্রাণ
কথাঃ নুরুজ্জামান শাহ্
সুরঃ নিয়ামুল হোসেন
No comments:
Post a Comment