চলো চলো চলো মুজাহিদ

চলো চলো চলো মুজাহিদ
পথ যে এখনও বাকী
ভোল ভোল ব্যথা ভোলো
মুছে ফেল ঐ আঁখি।


আসুক ক্লান্তি শত বেদনা
শপথ তোমার তবু ভুলো না।
সময় হলে দিও আযান,
তাওহিদের হে প্রিয় শাকি।

চলো চলো চলো মুজাহিদ
পথ যে এখনও বাকি
ভোল ভোল ব্যথা ভোলো
মুছে ফেল ঐ আখি।

তোমার ঘামের সঙে মিশে
জাগবে সাড়া রাতের শেষে । (২)
উটবে বেজে ভোরেরও সানাই (২)
নীড় ছাড়া উড়ে পাখি।
চলো চলো

ক্ষুধায় কদম চলতে চায়না
দৃষ্ঠি পথের সীমা পায়না । (২)
বাঁকের পড়ে বাঁক  যে এসে
দুুুুরের সাথে বাঁধে রাখি


ব্যাথার পাথর বক্ষে চেপে
যেতে হবে তবু দুরে যে। (২)
থামলে তোমার চলবে না তো (২)
.....চাও নাকি

চলো চলো ...

শান্তনা তব খোদার খুশি
এইতো পাওনা রাশি রাশি । (২)
লোকের ঘৃণায় কি আসে যায় (২)
খোদায়........দাও মাখি

ভয়কি তোমার সঙে খোদা
দিলের কাবায় কোরান বাধা । (২)
মরলে শহীদ বাচলে গাজী
কে বা তোমায় দেয় ফাঁকি।

চলো চলো ...



1 comment:

  1. চতুর্থ কলিতে ভুল আছে । "ভীরুর খ্যাতি" কথাটা লেখা হয়।

    ReplyDelete