আয় হতাশার আবর্জনায়

 আয় হতাশার আবর্জনায় 

সবাই মিলে আগুন জ্বালি—

শুন্য বনের শুকনো শাখায়

নতুন করে ফাগুন ঢালি ||

.

ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাঁটিতে

আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে!

জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে

নতুন পাতায় বাজুক তালি ||

.

আয় জীবনের অন্ধ কারায়

খবর পাঠাই মুক্ত পথের—

অসীম উদার আকাশ আসুক

প্রাণের যুক্তি যুক্ত মতের ||

.

সকল গ্লানীর হোক অবসান এই বেলাতে

সব পরাভব গাক জয়গান এই মেলাতে!

স্বপ্ন বোনার মৌসুমী ফল

ঝড়াক বকুল ফুল শেফালী ||



কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

No comments:

Post a Comment