আজ খুব পড়ছে মনে মাকে

 আজ খুব পড়ছে মনে মাকে


মায়ার বাঁধনে বেঁধেছে আমাকে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



দুঃখ শোকে সবাই যখন

আমায় দুরে ঠেলেছে

মায় তো এসে তখন আমার

হাত দুটি ধরেছে।



ভালোবাসার চুমু এঁকে

সান্ত্বনা দিয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



মনের মাধুরী মিশিয়ে প্রথম

ডেকেছিলাম মাকে

ভালোবাসার মালা গেঁথে

পরিয়ে ছিলাম তাঁকে।



তার বিদায়ে জীবন ধূসর

মরুভূমি হয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে



আমার দুখ দেখে

যে মা আঁচলে মুখ ঢাকে

সেই মা আমায় একাকি ফেলে

স্বর্গে কিভাবে থাকে।



জানি সেথায় মা যে আমার

পথ পানে চেয়ে আছে।



আজ খুব পড়ছে মনে মাকে

মায়ার বাঁধনে আমায় বেঁধেছে

স্নেহের ছায়ায় আমায় রেখে

যে মা রোদ সয়েছে।



আজ খুব পড়ছে মনে মাকে

শিল্পীঃ সাইফুল্লাহ মানসুর।

সত্য কথা বলতে হবে

 সত্য কথা বলতে হবে 

সত্য পথে চলতে হবে

মিথ্যা পায়ে দলতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



দীনের নিশান গড়তে হবে

পাপের সাথে লড়তে হবে

নিজকে আগে গড়তে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



অকুতোভয় থাকতে হবে

সৎ পথে লোক ডাকতে হবে

দীনকে জয়ী রাখতে হবে 

কে বলেছে কে

আল্লাহ রাসূলে ।



তাই তো বলি মানবো কথা কার

যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।



কথা: সংগ্রহীত

সুর: সাইফুল্লাহ মানছুর