রাহমাতাল্লিল আলামিন

 প্রাণের অধিক বেশি দাম যার

রাহমাতাল্লিল আলামিন।

জানো কি তোমরা তাঁহার নাম?

রাহমাতাল্লিল আলামীন।।


রাহমাতাল্লিল আলামীন।।


অসহায়ের বুকে যে জন

গোপনে করে সাওয়ার।

দরুদ পড়ে সুবহ ও শাম

রাহমাতাল্লিল আলামীন।।


গরিবেরে আহার দিতেন

নিজে হয়েও রোজাদার

নিও মোর ভালবাসার খাম

রাহমাতাল্লিল আলামীন।।


তাঁর পথে যে বিছিয়ে দিত

টুকরো কাঁটা চুপ করে

তাকেও দিলেন প্রেম মুজাসসাম

রাহমাতাল্লিল আলামীন।।


কেন তাকে শাহানশাহে

রিসালাত বলে জানো?

তিনিই মাখলুকাতের ইমাম

রাহমাতাল্লিল আলামীন।।



রাহমাতুল্লিল আলামীন

 গান: রাহমাতুল্লিল আলামীন

কথা ও সুর: তারিক মুনাওয়ার

রাহমাতুল্লিল আলামীন
সরদারে আল কাউনাইন
কামলিওয়ালা পেয়ারা নবী
নাও গো সালাম ॥

তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেল সবে।

তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই আগমনে সুন্দর এ জাহান সারা
তোমায় পেয়ে এ ধরার
ঘুচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম ॥

কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবসযামী।

শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধী ছিল বিশ্বজোড়া তোমার উপহার
চেয়ে চেয়ে মাগফিরাত
কাঁদব যেদিন আখেরাত
তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম।

ঈদ এলো মানুষের জন্য

 গান: ঈদ এলো মানুষের জন্য

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ঈদ এলো মানুষের জন্য
ঈদ এলো জীবনের জন্য
ঈদের আনন্দ যে ভাগ করে নেয়
সেই জন আসলেই ধন্য ॥

একা একা হয় না তো ঈদ
হয় না তো ঈদের খুশি
একা একা ঈদ করে সে
যেই জন মূলত দোষী
বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ
হিংসার আগুন জঘন্য ॥

ঈদ আসে মানুষের জ্বালা যাতনার
ক্ষতগুলো একেবারে মুছে দিতে
শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে
ভালোবেসে কাছে টেনে বুকে নিতে।

এসো তাই হাতে রাখি হাত
হৃদয়ে হৃদয় রাখি
মনের সকল নীলিমায়
ঈদের সে চাঁদকে আঁকি
তারপরে কাক্সিক্ষত স্বপ্ন সুখের
সু-সমাজ গড়ি অনন্য ॥