প্রাণের অধিক বেশি দাম যার
রাহমাতাল্লিল আলামিন।
জানো কি তোমরা তাঁহার নাম?
রাহমাতাল্লিল আলামীন।।
রাহমাতাল্লিল আলামীন।।
অসহায়ের বুকে যে জন
গোপনে করে সাওয়ার।
দরুদ পড়ে সুবহ ও শাম
রাহমাতাল্লিল আলামীন।।
গরিবেরে আহার দিতেন
নিজে হয়েও রোজাদার
নিও মোর ভালবাসার খাম
রাহমাতাল্লিল আলামীন।।
তাঁর পথে যে বিছিয়ে দিত
টুকরো কাঁটা চুপ করে
তাকেও দিলেন প্রেম মুজাসসাম
রাহমাতাল্লিল আলামীন।।
কেন তাকে শাহানশাহে
রিসালাত বলে জানো?
তিনিই মাখলুকাতের ইমাম
রাহমাতাল্লিল আলামীন।।
No comments:
Post a Comment