রাহমাতুল্লিল আলামীন

 গান: রাহমাতুল্লিল আলামীন

কথা ও সুর: তারিক মুনাওয়ার

রাহমাতুল্লিল আলামীন
সরদারে আল কাউনাইন
কামলিওয়ালা পেয়ারা নবী
নাও গো সালাম ॥

তুমি তো রহমতেরই সুধা হয়ে এলে ভবে
তোমারই আগমনে হেদায়াত পেল সবে।

তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে বসুন্ধরা
তোমারই আগমনে সুন্দর এ জাহান সারা
তোমায় পেয়ে এ ধরার
ঘুচলো সকল অন্ধকার
পাপী তাপী সবার তুমি রহমতে আম ॥

কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি
সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবসযামী।

শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার
আল-আমীন উপাধী ছিল বিশ্বজোড়া তোমার উপহার
চেয়ে চেয়ে মাগফিরাত
কাঁদব যেদিন আখেরাত
তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম।

No comments:

Post a Comment