তোমার কথার দ্বারা একজন ভাই যদি

 তোমার কথার দ্বারা একজন ভাই যদি 

কাফেলার সারি থেকে সরে যায় 

সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি 

তোমার আঘাতে যদি ঝরে যায়।

এই কথা মনে রেখো তবে

তোমাকে দায় নিতে হবে।


যে কারো কাজের মাঝে ভুল হতে পারে

তাই বলে দূরে ঠেলে দিও নাকো তারে।

দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন

ভুলের মাঝে পড়ে রবে।


কি হবে জমিয়ে রেখে এত অভিমান

হৃদয়ের বুকে বাধো সবুজের গান

ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি

সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী

তবে কাফেলা হবে চির মধুময়

জান্নাতি ফুল সৌরভে।




No comments:

Post a Comment