বকা দিয়ে বলোনা আমায়

 বকা দিয়ে বলোনা আমায়

লেখা পড়া করতে,

ধমক দিয়ে বলোনা আমায় 

ভালোর পথে চলতে।

ভালোবাসা দিয়ে বলো 

ভালো জীবন গড়তে।।

সালাম দিয়ে বলো আমায়

সালাম দেওয়া শিখতে,

মুচকি হেসে বলো আমায়

হাসি দিয়ে কথা বলতে

সত্য বলে শিখাও আমায়

মিথ্যার সাথে লড়তে।।

আদর দিও সোহাগ দিও

দিও ভালোবাসা 

জীবনটাকে গড়তে দিও

সঠিক পথের দিশা। 

ভয় দেখিয়ে দিওনা আদেশ

নিজেদের মতে থাকতে

সারা দিন ক্ষন বলোনা আমায় 

বই খাতা নিয়ে থাকতে।

লেখা পড়ার পাশাপাশি 

একটু আমায় দিও খেলতে।।

কথা ও সুর 

মো:খোরশেদ আলম

No comments:

Post a Comment