সততার গুনে যারা গুণী হয়

 সততার গুনে যারা গুণী হয়

তারাইতো সমাজের আসল মানুষ

কোন ক্রান্তি কালে তারা থাকে না বেহুঁশ ।


সৎ মানুষেরা যে জনপদে যায়

সহসাই জীবনের স্বাদ বদলায়

উড়ায় জীবন জুড়ে সুখের হাউশ ।


সত্যের সৌরভে ভরা যার মন

তার মনে বেদনার নেই ক্রন্দন

উড়ায়না সে কোন মিথ্যে ফানুস ।


লালসার কাছে তারা হেরে যায় না

অন্যায় পথে তারা কিছু চায় না

খোদার জিকিরে থাকে তাজা ফুসফুস ।


কথাঃ জাকির আবু জাফর

সুরঃ শিল্পী মশিউর রহমান

No comments:

Post a Comment