আকাশ বাতাস নদী

আকাশ বাতাস নদী

বয়ে চলে নিরবধি

পাখি গায় গান আল্লাহ মহান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


নীল ঢেউ ভেসে যায় দূর গগনে

স্রোতস্বিনী বয়ে যায় সাগর পানে

এতো যে মহিমা বল, কে করেছে দান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


কোকিলে ডেকে ডেকে কী যে বলে

প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে

অপরূপ ডানা তার কে করেছে দান

আল্লাহু আল্লাহু আল্লাহ সুমহান।


কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

No comments:

Post a Comment