আজ আছি ফুলকলি কাল যে হবো ফুল
ঘ্রাণে ঘ্রাণে পৃথিবীটা করবো যে আকুল।।
আমাদের চারামন ভীষণ নরম
আদর সোহাগে চাই যতন পরম
শাসনে বারণে রেখো করি যদি ভুল।।
পাই যদি ভালোবাসা মমতার ছাদ
একদিন ফুটে হবো দ্বাদশীর চাঁদ!
আমাদের সবগুলো পাপড়ি ফুটুক
গুন গুন করে এসে ওলিরা জুটুক
হেসে হেসে দোল খাবে গাবে বুলবুল।।
কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ আব্দুস সালাম
No comments:
Post a Comment