আমরা সকল দেশের শিশু যাব
নবীর মদিনায়!
তোরা- সঙ্গে যাবি আয়
আয় আয় আয়
তোরা- সঙ্গে যাবি আয়
আমার- নবীর মদীনাতে
খোদার রহম দিনে রাতে,
সবাই সেথা ভালোবেসে
ভালোবাসা পায়।।
নবীর পথে চলে সবাই
পায় যে দ্বিনের আলো,
আর নবীর মুহব্বতে ডুবে
সবাই বাসে ভালো।।
সেথা- রহমতে আলম
সেথা সৃষ্টি নিরুপম
সেথা ইনসানিয়াত পূর্ণ হলো
নবীর অছিলায়।।
-ফররুখ আহমেদ-
No comments:
Post a Comment