বলতো আলামিন
তাঁর নূরের আভায় হাসতো মরু
কাঁপতো মুশরিকিন।।
ছোট্ট বালক ভাবতো লোকের কথা
চতুর্দিকে হত্যা পাশবতা
চিন্তা করেন কি করা যায়
হননি সাহসহীন।।
আল আমিনের চোখে নামে পানি
রুখতে হবে মিথ্যার হানাহানি
ছোট্ট বালক সেই ভাবনায়
কাঁটায় রাতদিন।।
কিশোর তরুণ একত্র হয়
মিলাই হাতে হাত
রুখতে হবে পাপ অনাচার
রুখতে তিমির রাত
সবাই মিলেই সংঘ কায়েম করে
আর না যেন মিছেই মানুষ মরে
বঞ্চিতদের পক্ষে তারা
শির করে উড্ডীন।
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মিজানুর রহমান রায়হান
No comments:
Post a Comment