আমরা আলোর নতুন পাখি
কণ্ঠে নতুন গান,
নতুন দিনের জন্য করি
নতুন অভিযান ||
.
হৃদয় ভরা স্বপ্ন সবার
জোছনা ভরা রাত,
ভোরের আগেই ভোরের দিকে
বাড়িয়ে দিলাম হাত—
হাতের সাথে হাত মেলাতে
করছি আহ্বান ||
.
নতুন করে বলবো কথা
নতুন করে হাসি,
সবাই সবার জন্য দেবো
ভালোবাসা বাসি—
দুঃখ সুখে মিলবো সবাই
ভুলবো অভিমান ||
.
এসো এসো স্বপ্নটাকে
দীর্ঘ করে তুলি,
ছোট্ট বুকে মস্ত আশার
দরজাটাকে খুলি—
মরুর বুকে দেখবে তখন
ঝর্ণা বহমান ||
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ লিটন হাফিজ চৌধুরী
No comments:
Post a Comment