সাহস বুকে রাখো

 সাহস বুকে রাখো 

রবকে তুমি ডাকো

কর্ম তোমার সহজ হবে

ভেঙে পড়ো নাকো 


বুদ্ধি রাখো ঠিক 

কাজ করো দৈনিক 

বিজয় তোমার হবে

অটল অনড় থাকো


ব্যাথায় যদি বক্ষ ভরে আসে

কষ্ট ঝরে নিঃশ্বাসে নিঃশ্বাসে 

সামনে চলো তুমি দৃঢ় বিশ্বাসে


যে সহে সে রহে 

বিজ্ঞজনে কহে

হৃদয় উজাড় করে

রবকে তুমি ডাকো


কথা: গোলাম মোহাম্মদ 

সুর: মশিউর রহমান

No comments:

Post a Comment