আবার এনেছে রহমের নদী

আবার এনেছে রহমের নদী 

দু'কূল ছাপিয়ে বান

নেকির ফসলে ভরে তোলো আজ

আমলের ময়দান।। 


পাপের পাহাড় পুড়ে করো ছাই 

রোজার আগুন জ্বেলে 

নাজাতের তরী ভিড়বেই ঘাটে

গোলামের ডাক পেলে!

মালিকের কাছে তাওবার ফুলে

হাসনাহেনার ঘ্রাণ।। 


জান্নাতি দার খুলে

ডাকে দয়াবান - চলো ক্ষমা চাই 

আজ দুটি হাত তুলে!


এই মাসে ফোটে কদরের ফুল

গাঁথো যদি তার মালা

ফেরেশতাদের হাতে রবে শুধু 

তোমার বরণ ডালা!

সিয়াম কিয়ামে ঢেলে দাও মন

চাও যদি রাইয়ান।।


নূরুজ্জামান শাহ্ 

No comments:

Post a Comment