আমার দেশে ফাগুন আসে রক্ত রাঙ্গা

 আমার দেশে ফাগুন আসে রক্ত রাঙ্গা ।

ফুলের বেশে সেই ফাগুনের আগুন বুকে

কাঁদে আমার মা 

রক্তমাখা বর্ণমালা 

ভুলতে পারেনা।

ভুলতে পারেনা।।


এই ফাগুনে ফুটে যখন শাখা ভরা ফুল

মায়ের ভাষায় স্বপ্ন আশায় খুশিতে মশগুল

আমি তখন চেয়ে দেখি 

জলে ভরা মায়ের আঁখি

শিমুল জবা রক্তচুড়া 

কি সব ছলনা।।


কোমল হাতে শীতল প্রাতে তুলে দুটি হাত।

বর্ণমালা আনলো যারা দাও প্রভু নাজাত।

যারা দিল মুখের ভাষা

দিল প্রাণে স্বপ্ন আশা 

রাখো সুখে ওই পারেতে 

করি কামনা।।


No comments:

Post a Comment