জন্ম যদি হত মোদের
রাসূল পাকের কালে
আহা রাসূল পাকের দেশে
মোদের তিনি কাছে টেনে
চুমু দিতেন গালে
আহা কতই ভালবেসে ।
কেউ চড়তাম কাঁধে নবীর
চড়তাম পিঠের পরে
ঘুরিয়ে দিতেন সত্যিকারের
ঘোড়ার মত করে
গল্প ছলে ভাল কথা
শুনিয়ে দিতেন কত
আহা সবার কাছে এসে ।
তাকে সালাম দেবার আগে
সালাম দিতেন মোদের
খেতে দিতেন যা আছে তাই
আদর করে রে
ঈদের দিনে হট্টগোলে
মত্ত করলে পাড়া
তিনি দেখে যেতেন এসে ।
কথা ও সুর: আবুল কাশেম
No comments:
Post a Comment