সত্যের সংগ্রামে ফোঁটা ফুল


সত্যের সংগ্রামে ফোটা ফুল

ভেঙে দিল জীবনের শত ভুল

সুগন্ধ ছরিয়ে হৃদয় ও ভরিয়ে

আমাদের কেন যেন ডেকে যায়

ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।



সেই ডাক ভেসে ছিল বাতাসে

সারা দিল শত তারা আকাশে

নদীর ও কলতান হৃদয় ও মধু বন

সেই ডাক নাড়া দেয় চেতনায়

আমাদের কেন যেন ডেকে যায়

ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।



সেই ডাক বিপ্লবী কোরানের

মৃত্যুর ঘণ্টা যে জালিমের

দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেলে মজলুম

মুক্তির দিশা তারা পেতে চায়

আমাদের কেন যেন ডেকে যায়

ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।



সেই ডাক সুমহান আল্লার

তার পথে ডাকে শুধু বার বার

হতে হবে নির্ভীক সত্যের ও সৈনিক

ইসলামি বিপ্লব ডাকে আয়

আমাদের কেন যেন ডেকে যায়

ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।



সত্যের সংগ্রামে ফোটা ফুল

ভেঙে দিল জীবনের শত ভুল

সুগন্ধ ছরিয়ে হৃদয় ও ভরিয়ে

আমাদের কেন যেন ডেকে যায়

ডেকে যায় ডেকে যায় ডেকে যায়

No comments:

Post a Comment