মোহাম্মদের দল ঢুকেছে

মোহাম্মদের দল ঢুকেছে

বুড়ির মনে ভয়

মক্কা ছেড়ে পালায় বুড়ি

কখন কি যে হয়।।


যুবক বলে ও বুড়ি মা

কোথায় তুমি যাও

তোমার কাঁধের বোঝা টুকু

আমার কাঁধে দাও।

ভালোই হলো বুড়ি এবার

শক্তি পেলো পায়

জীবন বাঁচার তাগিদে সে

রুদ্ধশ্বাসে ধায়।

চলো বাবা জলদি চলো

জেরার সময় নাই।।


যুবক যে সেই মরুর দুলাল

বুড়ি কী আর জানে?

যার ভয়ে সে পালিয়ে যায়

সেই বোঝা তার টানে!


পৌঁছে দিয়ে যুবক বলে

এবার আমি যাই।

বুড়ি বলে তুমি কে বাপ

জানতে শুধু চাই।

মোহাম্মদের নাম শুনেছো কি?

আমি হলাম সেই

আমি হলাম সেই।

আজকে আমার কারোর প্রতি

কোনোই বিরাগ নেই

কথা শুনে ভাঙলো

বুড়ির সন্দেহ সংশয়।



No comments:

Post a Comment