বল ফুল কেন ফোটে পাখি কেন গায়
নদী কেন ছুটে দূর সীমানায়।
পাতা কেন দোলে
মন কেন ভুলে
কেন এত রং দূর নীলিমায়।।
কেন এত রং কেন এত ছবি
কে এঁকেছে কে কোন সে কবি
তারাদের আলো কেন লাগে ভালো
চাঁদ কেন হাসে মমতা ছড়ায়।।
বল ফুল কেন ফোটে পাখি কেন গায়
নদী কেন ছুটে দূর সীমানায়।
পাতা কেন দোলে মন কেন ভোলে
কেন এত রং দূর নীলিমায়।।
No comments:
Post a Comment