ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।
ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।
সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।
কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: মাসুদ রানা
No comments:
Post a Comment