বৃষ্টির ফোঁটায় ফোঁটায়

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়

কান্নার প্রতিধনি শোনা যায়।

মাজলুমানের রক্তে

বেদনার আহাজারী শোনা যায়।

এখানে কি কেউ  নেই যার ছোঁয়াতে

অশ্রুগুলো মুছে যায়।


চেয়ে দেখ বাড়ছে অনাহারি

চেয়ে দেখ বাড়ছে আহাজারী

বাড়ছে চিৎকার বাড়ছে কান্না

রাজপথে তবু কেন 

শ্লোগান হয়না

শ্লোগানগুলো কেন ভেজা সূর হয়ে যায়।


ক্ষুধিতের আর্তনাদে পৃথিবীতে বিষন্ন আজ

শান্তির সে পায়রা খুজেঁ ফিরে মানবতা।


চেয়ে দেখ বলছে কি আগামীরা

পড়ে দেখ বলছে কি আয়াতেরা

আয়াতের আহবান যেন নদী বহমান

পড়ছো কি কোরআন

হে মুসলমান।

স্বপ্নগুলো কেন ধূসর হয়ে যায়।


No comments:

Post a Comment