মিষ্টি কথার বৃষ্টি নিয়ে
ভালোবাসার দৃষ্টি নিয়ে,
নবীর সেরা নবী এলেন
মক্কা মরুর বুকে
তাঁর পরশে এই পৃথিবী
নাচলো পরম সুখে ||
.
সব মানুষের জন্য তিনি
হৃদয় দিতেন খুলে,
কেউ কখনো কষ্ট দিলে
যেতেন আহা ভুলে!
মুচকি হাসির হাসনাহেনা
ফুটতো সদা মুখে ||
.
পাপে তাপে বিশ্ব যখন
ছিল আঁধার কালো,
তার ছোঁয়াতে চতুর দিকে
পূর্ণিমা চমকালো!
ঝরলো নাকো অশ্রুধারা
মরলো না কেউ ধুকে ||
তাঁর পরশে এই পৃথিবী
নাচলো পরম সুখে ||
.
কথাঃ বিলাল হোসাইন নূরী
সুরঃ মশিউর রহমান
No comments:
Post a Comment